পাতাটির কাজ চলছে ...........
নং | সেবার নাম | সেবার সংক্ষিপ্ত বিবরণ | সময়সীমা | দায়িত্বরত কর্মকর্তঅর পদবী ও ফোন নম্বর |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১। |
ভিজিডি কর্মসূচী
| * ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদেরখাদ্য নিরাপত্তাসহ প্রশিÿণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরন। এইকার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে ক) দুই বছর ধরে খাদ্য ওআর্থিক সুবিধা প্রদান করা হয়। খ) আয়বর্ধক সচেতনতা বিষয়কপ্রশিক্ষণদেওয়া হয়। গ) ভিজিডি চক্র শেষেপ্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা। | ২ বছর | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
২। | দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচী | * দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামেরদরিদ্র গর্ভবর্তী মায়েদের মাসিক ৩৫০/- টাকা হারে দুই বৎসর মেয়াদেমৃতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এছাড়া সমত্মান প্রসবের পর মা ও শিশুরস্বাস্থ্য সেবার ব্যবস্থা করা। | ২মাস | জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
৩। | মহিলাদের আত্ম কর্ম সংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রকল্প | ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদেরআত্নকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা। এ কার্যক্রমের মাধ্যমেবিভিন্ন কর্মসূচীর আওতায় ৫০০০/- থেকে ১৫,০০০/- (পনের হাজার )টাকা পর্যমত্মসহজ শর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের মূল টাকার সংগে শুধু ৫% থেকে১০% হারে সার্ভিস চার্জ গ্রহণ করতে হয়। | আবেদন প্রাপ্তির ১(এক) মাসের মধ্যে ঘূর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২ মাসের মধ্যে বিতরণ করা হয়। | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
৪। | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলাপর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয় ভাবে নারী ও শিশুনির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণেরব্যবস্থা করে থাকে। | আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিক্তে তাৎক্ষণিক ভাবেপ্রশিক্ষণগ্রহণ। | জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
৫। | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল | নারী নির্যাতন প্রতিরোধ সেল দেশের ৬টি বিভাগীয় শহরে নির্যাতিতনারীদের বিনামূল্যে সব ধরনের আইনগত সহায়তা প্রদান করে। কাউন্সিলিং এরমাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার নারীদের পারিবারিক বিরোধ নিষ্পত্তি, তালাক প্রাপ্ত নারীদের দেনমোহরের টাকা, বিবাদীর(স্বামী) নিকট হতে স্ত্রীরভরণ-পোষণ, খোরপোষ ও সমত্মানের ভরণ-পোষণ আদায় করা হয়। এছাড়া ও ছেলেরআইনজীবির মাধ্যমে কোর্টে আইনগত সহায়তা প্রদান করা হয়। | আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ গ্রহণ। |
জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
৬। | বিক্রয় ও প্রর্দশনী কেন্দ্র | মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল জেলা/উপজেলা কার্যালয়ের সাথেরেজিষ্ট্রিকৃত নারী সংগঠন, নারী উদ্যেক্তা এবং দুঃস্থ মহিলাদের উৎপাদিতহসত্মশিল্পজাত দ্রব্যাদি বাজারজাতকরণে সুযোগ প্রদাণের জন্য বিক্রয় ওপ্রর্দশনের ব্যবস্থা গ্রহণ। | মালামাল আনয়ন সাপেক্ষে উক্ত কর্মদিবস থেকে । | জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
৭। | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন | উন্নয়ন কর্মসূচীকে আরও ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীর মধ্যেসম্প্রসারন করার লক্ষ্যে স্বেচ্চাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্দন প্রদানকরা। | আবেদনপ্রাপ্তির ১৫ দিনের মধ্যে। | জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
৮। | বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ) | মহিলাদের আত্ন কর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়কঅধিদপ্তরে নিবন্ধীকৃত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরেএকবার ৫,০০০/- থেকে ২৫,০০০/- টাকা পর্যমত্ম আর্থিক অনুদান দেয়া হয়।এ সকলসমিতির আয় বর্ধক কার্যক্রমের ধরণ ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমাণনির্ধারিত হয়। উলেস্নখ্য প্রতি বছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে৪০,০০০/- (চলিস্নশ হাজার) টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়। | আবেদনের প্রেক্ষিতে ২ মাসের মধ্যে। | জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। |
৯। | সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতামূলক কার্যক্রম | নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতা মূলককার্যক্রম গ্রহণ যেমন- জাগরনী পদযাত্রা, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরাধ, জন্মনিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্বুদ্বকরণ, এইচ.আই.ভি(এইডস) প্রতিরোধেসচেতনতা বৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায় সিও সনদ বাসত্মবায়নসহ বিভিন্ন দিবসপালন করা হয়। এছাড়া মহিলা উন্নয়ন সমন্বয় সভা সংক্রামত্ম সার্বিক কার্যক্রমপরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রস্ত্তত ও বিতরণ করা। আমর্ত্মজাতিক বিভিন্নসভার জন্য চাহিত তথ্যদি প্রস্ত্তত ও বিতরণ। | বছর ব্যাপী ও দিবস অনুযায়ী। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস